মালয়েশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৮ আহত ২২
প্রকাশিত হয়েছে : ৮:০৫:১৭,অপরাহ্ন ১৫ জানুয়ারি ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক:: মালয়েশিয়ার মহাসড়কে একটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ২২ জন আহত হয়েছে বলে গণমাধ্যমে জানা গেছে। আজ বৃহস্পতিবার রাত ১টার দিকে একটি পর্যটন বাস মোড় নেয়ার সময় এ দুর্ঘটনাটি ঘটে। উত্তর-দক্ষিণাঞ্চলীয় মহাসড়কের তাপাহ এলাকার কাছে স্থানীয় সময় রাত ১ টায় এ দুর্ঘটনা ঘটে। বাসটির গন্তব্য ছিল পার্বত্যাঞ্চলীয় একটি পর্যটন কেন্দ্রে। এ ঘটনায় বাসের ২ আরোহী অক্ষত অবস্থায় বের হতে সক্ষম হয়।
দেশটির স্টার পত্রিকা তার ওয়েবসাইটে জানিয়েছে, গাড়ির চালক রাস্তায় পড়ে থাকা একটি টায়ার এড়াতে গেলে বাসটি খাদে পড়ে উল্টে যায়। বাসটিতে আগুনও ধরে যায় বলে জানায় পত্রিকাটি। এদিকে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেরনামা পুলিশের উদ্ধৃতি দিয়ে জানায়, সব যাত্রীই ছিল মালয়েশিয়ার। ১৫ জনই গুরুতর আহত হয়েছে।