মালয়েশিয়ায় নাদিয়ার ‘দেশি কুটুম’
প্রকাশিত হয়েছে : ৯:৫২:০২,অপরাহ্ন ০৬ মার্চ ২০১৫
বিনোদন ডেস্ক :: মালয়েশিয়া থেকে ফিরলেন নাদিয়া নদী। সেখানে ‘দেশি কুটুম’ নামের একটি টেলিছবিতে কাজ করেছেন তিনি। এবারই প্রথম দেশটিতে কাজের জন্য গিয়েছিলেন তিনি।
টেলিছবিটি নিয়ে নাদিয়া নদী বলেন, ‘এখানে আমার চরিত্রের নামও নদী। মালয়েশিয়ার কুয়ালামপুরের বিভিন্ন জায়গায় কাজ করা এ টেলিছবিতে তিনটি গানও রয়েছে। অনেকটা চলচ্চিত্রের আঙ্গিকে কাজ হয়েছে।’
টেলিছবিটি লিখেছেন ও পরিচালনা করেছেন সৈয়দ রাসেল। এতে তার সহশিল্পী কাজী আসিফ। শিগগিরই টিভিতে প্রচার হবে ‘দেশি কুটুম’।