মালয়েশিয়ায় কোকোর জানাজা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৬:৫৭:১৪,অপরাহ্ন ২৫ জানুয়ারি ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক :: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত জাতীয় মসজিদে (মসজিদ নেগারা) সম্পন্ন হয়েছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দম্পতির কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর জানাজা।
রোববার (২৫ জানুয়ারি) স্থানীয় সময় বাদ জোহর দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হয় এই জানাজা।
জানাজায় অংশ নেন খালেদা জিয়ার ছোটো ভাই শামীম ইস্কান্দার, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু সহ স্থানীয় প্রবাসী বিএনপির কয়েক হাজার নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ী। জানাজায় ইমামতি করেন মসজিদে নেগারার প্রধান ইমাম।
এদিকে রোববার কোকোর জানাজায় অংশ নিতে মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার বিএনপি নেতাকর্মী কুয়ালালামপুরে আসেন। প্রতিবেশী সিঙ্গাপুর থেকেও আসেন অনেকে।
শনিবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ সময় বেলা ১২টায় (মালয়েশিয়া সময় দুপুর ২টা) কুয়ালালামপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বিএনপি চেয়ারপারসনের ছোট ছেলে আরাফাত রহমান কোকো। দেশ ছাড়ার পর স্ত্রী-সন্তানদের নিয়ে কুয়ালালামপুরেই থাকতেন তিনি।
দুই কন্যা সন্তানের পিতা আরাফাত রহমান কোকোর মৃত্যুকালে বয়স হয়েছিল ৪৫ বছর।