মালেশিয়ার নাগারা মসজিদে কোকোর প্রথম জানাযা রোববার
প্রকাশিত হয়েছে : ১২:০৪:২৩,অপরাহ্ন ২৪ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
আগামীকাল রোববার মালেশিয়ার জাতীয় মসজিদ নাগারাতে আরাফাত রহমান কোকোর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইং কমান্ডার শামসুদ্দিন দিদার এ কথা জানিয়েছেন। তিনি জানান, রোববার বাদ যোহর মালেশিয়ার নাগারা মসজিদে কোকোর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
শনিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে মালেশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নেয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যু বরণ করেন আরাফাত রহমান কোকো। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেফতার হওয়ার পর উচ্চ আদালত থেকে জামিন নিয়ে তিনি চিকিৎসার জন্য ব্যাংকক যান। সেখান থেকে পরে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছিলেন।
বিএনপি ক্ষমতায় থাকাকালে কোকো একটি টেলিফোন কোম্পানির কাছ থেকে নেওয়া ঘুষের টাকা সিঙ্গাপুরে পাচার করেন- এমন অভিযোগ এনে তার বিরুদ্ধে ২০০৯ সালে মামলা করে দুদক। ওই মামলায় কোকোসহ জনের ৬ বছরের কারাদণ্ড এবং ৩৮ কোটি টাকা জরিমানা করে আদালত।