মালিতে নিহত সুনামগঞ্জের শান্তিরক্ষীর মরদেহ আসছে শনিবার
প্রকাশিত হয়েছে : ১২:৫০:২৪,অপরাহ্ন ০৫ জুন ২০১৫
নিউজ ডেস্ক ::
মালির রাজধানী বামাকোতে সন্ত্রাসীদের গুলিতে নিহত বাংলাদেশি শান্তিরক্ষী সৈনিক নীলকণ্ঠ হাজংয়ের মৃতদেহ শনিবার (৬ জুন) দেশে পৌঁছাবে।
দেশে পৌঁছানোর পর গ্রামের বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কার্তিকপুরের ঘিলাঘোড়া গ্রামে পূর্ণ সামরিক মর্যাদায় তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
গত ২৫ মে বামাকোতে শান্তিরক্ষী হিসেবে নিয়োজিত বাংলাদেশ ট্রান্সপোর্ট কন্টিনজেন্টের একটি জিপের ওপর সন্ত্রাসীরা অতর্কিত গুলি চালায়। এতে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক নীলকণ্ঠ হাজং নিহত হন।
শুক্রবার (৫ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।