মালালার উপর হামলাকারীদের বিচার পেশোয়ারের আদালতে
প্রকাশিত হয়েছে : ৮:৪৯:০০,অপরাহ্ন ১৫ জানুয়ারি ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক::
পাকিস্তানের মানবাধিকার কর্মী ও নোবেল বিজয়ী মালালা ইউসুফজাইয়ের ওপর হামলাকারীদের বিচার হবে দেশটির সামরিক আদালতে। পেশোয়ারের সামরিক আদালত কাজ শুরুর পর সেখানেই এ বিচার চলবে।
২০১২ সালের অক্টোবর মাসে সোয়াত উপত্যকার মিঙ্গোরা শহরে মালালার মাথায় গুলি করে তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি’রবন্দুকধারীরা। স্কুল থেকে ফেরার পথে তাকে গুলি করা হয়। তার আগে থেকেই গোঁড়াবাদের বিরুদ্ধে এবং নারী শিক্ষার পক্ষে কাজ করে আসছিলেন মালালা।
পাকিস্তানের একটি সূত্র বলেছে, দেশটির আইন মন্ত্রণালয়ে আইন সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে। এ কাজ শেষ হওয়ার পরই মামলাটি সন্ত্রাস বিরোধী আদালত থেকে সামরিক আদালতে স্থানান্তর করা হবে।
এ ছাড়া, ২০১৩ সালে নাঙ্গা পর্বতের বেস ক্যাম্পে সন্ত্রাসী হামলায় জড়িতদের বিচার হবে গিলগিলটের সামরিক আদালতে। সশস্ত্র পুলিশের পোশাক পরে রাতে চালানো সন্ত্রাসীদের এ হামলায় ১০ পবর্তারোহী নিহত হয়েছিলেন। নিহতদের মধ্যে ইউক্রেনের ৫, চীনের ৩ এবং রাশিয়ার একজন নাগরিক ছিলেন। এক দশকের মধ্যে পাকিস্তানে বিদেশিদের ওপর এমন ভয়াবহ হামলা আর হয় নি। মঙ্গলবার গিলগিট-বালতিস্তানে সামরিক আদালত গঠনের অনুমোদন দেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।