মালদ্বীপ জয় করে ফিরলো বাংলাদেশ।
প্রকাশিত হয়েছে : ৯:৪১:২২,অপরাহ্ন ২০ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: মালদ্বীপের মানবিক সংকটে বন্ধুত্বের নিদর্শন রাখলো বাংলাদেশ। যা একইসাথে আমাদের জাতিয় গর্বের বিষয় ।মালদ্বীপের রাজধানী মালের সাম্প্রতিক এক সংকটে আমাদের নৌ-বাহিনীর জাহাজ ‘সমুদ্রজয়’ মানবিকতা জয় করে ফিরেছে।সেখারকার সুপেয় পানির সংকট নিরশনে এক লাখ লিটার বিশুদ্ধ বোতলজাত পানি ও ডি-স্যালাইন প্ল্যান্ট বিতরণ শেষে চট্টগ্রামে ফিরে এসেছে ‘সমুদ্রজয়’। গতকাল সকাল সাড়ে ১০টায় ‘সমুদ্রজয়’ নৌবন্দরে এসে পৌঁছায়।
গত ৪ ডিসেম্বর মালের ওয়াটার ও সুয়ারেজ কোম্পানির (এমডব্লিউএসসি) জেনারেটরে আগুন লাগলে শোধনাগারের ব্যাপক ক্ষতি হয়। এতে নির্দিষ্ট পানি সরবরাহ বন্ধ হয়ে যায়,চরম পানি সংকটে পড়ে মালদ্বীপের ব্যাপক সংখ্যক নগরবাসী। রাজধানী মালের প্রায় লক্ষাধিক মানুষের মধ্যে সুপেয় পানির তীব্র সংকট দেখা দেয়। মালদ্বীপের সরকার গত ৫ই ডিসেম্বর জাতীয় বিপর্যয় ঘোষণা করে সংকট নিরসনে আন্তর্জাতিক সাহায্যের আবেদন করে। সে আবেদনে সাড়া দিয়ে বাংলাদেশ সরকার তাৎক্ষনিক পদক্ষেপ নেয়।এক দিনের প্রস্তুতিতে নৌ-বাহিনীর ‘সমুদ্রজয়’ জাহাজটিকে মালদ্বীপের উদ্দেশে রওনা হতে নির্দেশ দেয়।গত ১১ ডিসেম্বর সমুদ্রজয় মালে বন্দরে পৌঁছে মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রী কর্নেল আহমেদ নাজিমের (অব.) কাছে আনুষ্ঠানিকভাবে এক লাখ লিটার বিশুদ্ধ বোতলজাত পানি এবং ডি-স্যালাইনেশন প্ল্যান্ট হস্তান্তর করে। মালে বন্দরে অবস্থানকালে সমুদ্রজয় দৈনিক ১০ টন সুপেয় পানি বিতরণ করে। নৌ-বাহিনীর মানবতা ধর্মী এ সহায়তার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছে মালদ্বীপ সরকার। আমরাও আমাদের সরকারকে মালদ্বীপের ঐ মানবিক সংকটে এভাবে এগিয়ে যাওয়ার জন্য সাধুবাদ জানাই। সেই সাথে আমরা সরকারের এমন সময়োপযোগি পদক্ষেপে গর্বিত হয়েছি।মানবিক দিকগুলোতে আমরা জাতিগতভাবে সঠিক পদক্ষেপে এভাবে অন্য মানুষ,দেশের পাশে সবসময় দাঁড়াতে চাই। এভাবে আমরা আন্তর্জাতিক পর্যায়ে সুভ্রাতৃত্বের নজীর রেখে নিজেদের উদার জাতিতে রুপান্তর করতে চাই।মানবিক আবেদনে যে সকল সরকার ও জাতি সংকীর্ণ অবস্থায় ধুঁকছে তাদের মানবিক পথ দেখাতে চাই।এগিয়ে যাও হে আমার স্বদেশ,বাংলাদেশ।