মায়ের বকা-ঝকায় স্কুলছাত্রীর আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ৫:৫৩:১৪,অপরাহ্ন ২৪ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: রাজধানীর রামপুরা বনশ্রীতে বকা-ঝকা করায় মায়ের ওপর অভিমান করে এক স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
নিহত নাজিফা রহমান (১৪) বনশ্রী আইডিয়াল স্কুলের ছাত্রী। এ বছরেই জেএসসি পরীক্ষা দিয়েছিলো এই শিক্ষার্থী। রোববার রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। নাজিফা মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার নূরুর রহমান চৌধুরীর মেয়ে।
নিহতের মা শিল্পী বেগম জানান, বন্ধুদের সঙ্গে বেড়াতে যেতে চাওয়ায় মেয়েকে বকা-ঝকা করেন তিনি। এতে অভিমান করে রাত সাড়ে ৯টার দিকে গলায় ফাঁস দেয় নাজিফা।
পরে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টায় মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক ঘটানাটির সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে।