মামলা জড়াচ্ছেন জালে নেইমার!
প্রকাশিত হয়েছে : ১০:৫৫:৫৭,অপরাহ্ন ০১ জুন ২০১৫
খেলাধুলা ডেস্ক::
প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দলকে জয় এনে দেওয়া বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা নেইমার এবার নিজেই জড়িয়ে যাচ্ছেন মামলার জালে। ক্লাব পরিবর্তনের সময় শর্ত না মানার অভিযোগে নেইমার, তার বাবা, বার্সেলোনা ও বিপণন প্রতিষ্ঠান ‘নেইমার স্পোর্টস ই-মার্কেটিং’য়ের বিরুদ্ধে মামলা করেছে তার স্বদেশীয় সাবেক ক্লাব সান্তোস।
নেইমারের ক্লাব পরিবর্তনের চুক্তি সংক্রান্ত জটিলতায় গত বছর পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন বার্সেলোনার সাবেক সভাপতি সান্দ্রো রোসেল। কিন্তু সেই বিতর্কের জের কাটেনি এখনো। ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের সভাপতি মদেস্তো রোমা এক বিবৃতিতে বলেছেন, ‘সান্তোস মনে করছে বার্সেলোনা, নেইমার ও তাঁর কোম্পানি দলবদল চুক্তি লঙ্ঘন করেছে। তাই আমরা তার ক্ষতিপূরণ চাইছি।’
শুরুতে শোনা গিয়েছিল পাঁচ কোটি ৭১ লাখ ইউরোর বিনিময়ে সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দিয়েছেন নেইমার। কিন্তু পরে অভিযোগ ওঠে অঙ্কটা অনেক বেশি, ১০ কোটি ইউরোর কাছাকাছি। এই অভিযোগে বার্সেলোনার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগও এনেছিল স্পেনের সরকার। রোসেল বাধ্য হয়ে পদত্যাগ করলেও তার উত্তরসূরী জোসেপ বার্তোমেউকে এখনো টানতে হচ্ছে সেই মামলার জের। বার্সেলোনা অবশ্য বারবারই বলেছে তারা কোনো দুর্নীতি বা বিতর্কিত কাজের সঙ্গে জড়িত নয়।