‘মান্নাকে কোর্টে নেয়ার আগে লুকিয়ে রাখা কি মানবাধিকার লঙ্ঘন নয়?’
প্রকাশিত হয়েছে : ৮:০৬:০৩,অপরাহ্ন ০২ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: সম্প্রতি প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় ড. কামাল হোসেনকে দেশদ্রোহী এবং তারেক রহমান বঙ্গবন্ধুকে রাজাকার বলা প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, ‘দুই নেত্রীর দুই পুত্র যেভাবে বড়দের অসম্মান করে কথা বলছেন তাতে ভবিষ্যতে তারা বাঙালির সভ্যতার ধারক বাহক হিসেবে নিজেদের স্বীকার করবে না। অথচ তারা জাতির এ দুঃসময়ে অনেক বড় ভূমিকা নিতে পারতেন।’
প্রধানমন্ত্রীকে আলোচনায় বসতে এবং খালেদা জিয়াকে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে অবস্থান কর্মসূচির ৩৩তম দিন রোববার সংহতি প্রকাশ করতে আসা ব্যক্তিদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না ও সাদেক হোসেন খোকার টেলিফোন কথোপকথন প্রসঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘তাদের দু’চার কথা আপত্তিকর মনে হতেই পারে। কিন্তু এমন আলাপ এখন ঘরে বাইরে সবাই করছে। এ কারণে গভীর রাতে উঠিয়ে নিয়ে ২০-২২ ঘণ্টা আড়ালে রাখা একটা মানুষের নাগরিক অধিকার হত্যার শামিল। মান্নাকে কোর্টে নেয়ার আগে লুকিয়ে রাখা কি মানবাধিকার লঙ্ঘন নয়?’
বঙ্গবীর কাদের সিদ্দিকীর অবস্থান কর্মসূচির ৩৩তম দিনে দলের যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, কেন্দ্রীয় যুব আন্দোলনের আহ্বায়ক হাবিবুননবী সোহেল ছাড়া শতাধিক নেতা কর্মী মতিঝিলে অবস্থান করছেন।