মানুষ বর্তমান অবস্থার পরিবর্তনে অবাধ নির্বাচন চায়
প্রকাশিত হয়েছে : ১২:১৫:৫৪,অপরাহ্ন ০৯ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মানুষ বর্তমান অবস্থার পরিবর্তনে অবাধ নির্বাচন চায়। কিন্তু সরকার দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে ঢাকা সিটি কর্পোরেশন-ডিসিসি নির্বাচনের কথা বলছে। তারা একেক সময় একেক ছু-মন্ত্র ছাড়ে। যেমন এখন ডিসিসির ছু-মন্ত্র ছাড়ছে। পরিবর্তনের জন্য মানুষ নির্বাচন চাইলেই সরকার একের পর এক ‘নতুন উপলক্ষ’ সামনে নিয়ে আসে।মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত ‘বেগম রোকেয়া দিবস’ উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।রিজভী অভিযোগ করে বলেন, সরকার ক্ষমতা চিরস্থায়ী করতে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বিএনপির নেতাকর্মীসহ দেশের জনগণকে নির্যাতন করছে। তাদের পায়ের নিচে মাটি নেই। সেজন্য ডিসিসি নির্বাচন দিয়ে দৃষ্টি ভিন্ন দিকে নিতে চাইছে।দেশ মধ্যযুগীয় অন্ধকারে আছে’ মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, বর্তমানে দেশে ভয়াবহ দু:শাসন চলছে। কোথাও আলো নেই। মানুষ এই অন্ধকার থেকে মুক্তি চায়। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আন্দোলনের বিকল্প নেই।রিজভী বলেন, দেশের ‘সংকটকালীন’ সময়ে বেগম রোকেয়ার মতো সাহসী নারীর ভূমিকা খুব প্রয়োজন।তিনি বলেন, সরকার নারীর অগ্রগতির কথা বললেও কার্যত তাদের আমলেই বেশি নারীর অবমাননা হয়েছে। জাতীয় সংসদের স্পিকারসহ সরকারের বিভিন্ন পর্যায়ে নারীদের উচ্চ আসনে বসালেও বাস্তবে নারী উন্নয়ন হয়নি। কাগজের খবর খুললেই সারাদেশে নারীর অবমাননার খবর দেখা যায়। বিএনপির শাসনামলে নারী সবচেয়ে বেশি অগ্রগতি লাভ করেছে বলে দাবি করেন তিনি।আয়োজক সংগঠনের সভাপতি নুরে আরা সাফার সভাপতিত্বে অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সিনিয়ল সহ-সভাপতি বেগম রাবেয়া সিরাজ, যুগ্ম সম্পাদক বিলকিস জাহান শিরিন, সাংগঠনিক সম্পাদক বিলকিস ইসলাম, ঢাকা মহানগর মহিলা দলের সভাপতি বেগম সুলতানা আহমেদ, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ।