মানুষ পুড়িয়ে মারায় খালেদা পুত্রহারা হয়েছে : হাছান
প্রকাশিত হয়েছে : ৮:০১:৫৩,অপরাহ্ন ৩০ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিশ্ব ইজতেমার সময় মুসল্লিদের উপর পেট্রোল বোমা হামলা এবং নিরীহ মানুষকে পুড়িয়ে মারায় আল্লাহর আরশ কেঁপেছে। তাই খালেদা পুত্রহারা হয়েছে।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি একথা বলেন। মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি।
হাছান মাহমুদ বলেন, বিএনপি যাদের আগুনে পুড়িয়ে, বোমা মেরে হত্যা করেছে তাদের জন্যই আজ দোয়া মাহফিলের আয়োজন করেছে। এটা মৃত ব্যক্তিদের সঙ্গে উপহাস এবং জাতির সঙ্গে তামাশা। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা না করায় খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, তাকে এমন কী ইনজেকশন দেওয়া হলো যে তিনি দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারলেন না। আমরা চাই খালেদা ও বিএনপিকে আরও শক্ত ইনজেকশন দেওয়া হোক, যাতে তারা ঘুমিয়ে পড়ে পেট্রোল বোমা মারা বন্ধ করতে পারে।
এসময় বিএনপিকে তিনি মানবতা ও ইসলাসের শত্রু হিসেবে আখ্যায়িত করেন।
আয়োজক সংগঠনের সভাপতি মাওলানা মো. ইসমাইল হোসেনের সভাপতিত্ব মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক এমএ করিম প্রমুখ।