মানব পাচারের অভিযোগে থাই সেনা সদস্য বহিস্কৃত
প্রকাশিত হয়েছে : ২:৫২:৩৯,অপরাহ্ন ১১ জুন ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক::
মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে থাইল্যান্ডেরে শীর্ষ সেনা সদস্য লেফটেন্যান্ট জেনারেল মানস খোংপায়েনকে বহিস্কার সেনাবাহিনী থেকে বহিস্কার করা হয়েছে। দেশটির সেনা কমান্ডার জেনারেল উদমদেজ সিতাবুত্র এ খবর দিয়েছেন।
থাই সেনাবাহিনীর সাবেক উপদেষ্টা মানস খোংপায়েনের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে ক্ষতিপূরণ প্রদানপূর্বক তাকে স্বপদে ফিরিয়ে আনা হবে বলেও জানান উদমদেজ সিতাবুত্র
রোহিঙ্গাদের পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত অন্যসকলের ৩৪ মিলিয়ন থাই বাথ (থাই মুদ্রা)সহ মানস খোংপায়েনের ব্যাংক একাউন্টে থাকা ৪ মিলিয়ন থাই বাথ বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়া হয়েছে।