মানব পাচারকারী শীর্ষ গডমাদার রেবি ম্যাডাম গ্রেফতার!
প্রকাশিত হয়েছে : ১২:৪৭:২৯,অপরাহ্ন ২১ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়ায় মানব পাচারকারী দালাল চক্রের শীর্ষ গডফাদার বহুল আলোচিত রেজিয়া আকতার প্রকাশ রেবি ম্যাডাম গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বুধবার দুপুর ৩টায় সোনাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। ডিবি পুলিশ জানিয়েছে, চকরিয়া থানার একটি মানব পাচার মামলায় তাকে গ্রেফতার করা হয়।
কক্সবাজারের উখিয়া উপজেলার সোনারপাড়া এলাকার নুরুল কবির ও স্ত্রী রেজিয়া আকতার প্রকাশ রেবি ম্যাডাম একটি বাহিনী গঠন করে মানব পাচার করে আসছে। গত ২৩ নভেম্বর পুলিশের হাতে আটক হন রেবি ম্যাডাম। ওই মামলায় সম্প্রতি জমিনে মুক্তির পর এলাকা ফিরে মামলার স্বাক্ষীর ওপর দফায় দফায় হামলা শুরু করে।