মানবাধিকার কমিশন চেয়ারম্যানের পদত্যাগের দাবি বিএনপির
প্রকাশিত হয়েছে : ১১:৩৩:৩১,অপরাহ্ন ১৬ মে ২০১৫
নিউজ ডেস্ক::
দেশে মানবাধিকার ভীষণভাবে লঙ্ঘিত হচ্ছে অভিযোগ করে এর জন্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমানের পদত্যাগ দাবি করেছে বিএনপি। আজ শনিবার বিকেলে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষে এই দাবি জানান দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
আসাদুজ্জামান রিপন বলেন, দেশের মানবাধিকার কমিশন অকার্যকর। এটি একটি আধসম্পূর্ণ একটি সংগঠন। এরকম একটি আধসম্পূর্ণ সংগঠনের কোন প্রয়োজন নেই। এসময় মানবাধিকার কমিশন পুনঃ গঠন করার আহ্বান জানান তিনি।
রিপন বলেন, কর্মসংস্থানের অভাবে দেশের মানুষ সাগর পাড়ি দিয়ে অবৈধভাবে অন্যদেশে চলে যাওয়ার ঝুঁকি নিচ্ছে। এতে তাদের অনেক সমস্যা হচ্ছে। প্রতিদিনই এই অভিবাসী সমস্যাটি প্রকোপ হচ্ছে।
তিনি বলেন, থাইল্যান্ডে বাংলাদেশীদের গণকবর পাওয়া গেছে। আরও অনেকেই সমস্যার মধ্যে আছে। ওইসব দেশে বাংলাদেশি এম্বাসেডররা কি করছেন? সরকারকে এটার ব্যাখ্যা দিতে হবে।
টাস্কফোর্স গঠনে উচ্চ আদালতের রুলের বিষয়ে রিপন বলেন, অভিবাসী সমস্যা সমাধানে উচ্চ আদালত একটি টাস্কফোর্স গঠন করতে নির্দেশ দিয়েছে। এই টাস্কফোর্স গঠনে ভাল হতে পারে যদি এখানে নিরপেক্ষ ব্যাক্তি থাকে।