মানবপাচারের শিকার আরও ৪১ বাংলাদেশি দেশে ফিরছে সন্ধ্যায়
প্রকাশিত হয়েছে : ২:৩৪:২১,অপরাহ্ন ২৪ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
মানবপাচারের শিকার আরও ৪১ বাংলাদেশি থাইল্যান্ড থেকে সন্ধ্যায় ঢাকায় ফিরছেন বলে জানিয়েছেন থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ মিশনের রাষ্ট্রদূত সাইদা তাসনিম মুনা।
সাইদা তাসনিম মুনা জানান, মানবপাচারের শিকার বাংলাদেশিদের এক মাসের মধ্যে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে সরকার। ওই ঘোষণার অংশ হিসেবে আজ বুধবার সন্ধ্যায় ৪১ জন দেশে ফিরবেন।
এ ছাড়া সামনের দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আরো প্রায় ২৩০ জন থাইল্যান্ড থেকে দেশে ফিরবেন বলে জানান মুনা।
উল্লেখ্য, সম্প্রতি থাইল্যান্ড থেকে দুই ধাপে ৮৭ ও ১১৭ বাংলাদেশি দেশে ফেরেন। আজ সন্ধ্যায় ফিরবেন আরো ৪১ পাচার হওয়া নাগরিক। অবৈধভাবে প্রবেশের দায়ে ২০১৩ সাল থেকে গত মে মাস পর্যন্ত মোট ১ হাজার ৪৯৪ বাংলাদেশি থাইল্যান্ড পুলিশের হাতে ধরা পড়েন। এর মধ্যে ৯১৯ জনের পরিচয় নিশ্চিত হয়েছে বাংলাদেশ মিশন।