মাধ্যমিক পরীক্ষায় বাড়তি ফি আদায় থেকে বিরত থাকার আহবান
প্রকাশিত হয়েছে : ১০:৪৯:১৬,অপরাহ্ন ১১ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক: খুলনা মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ এক বিবৃতিতে মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষাবোর্ড নির্ধারিত ফি-এর অতিরিক্ত অর্থ নেওয়া নেয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ বলেন, কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরমপুরনের সময় বিভিন্ন খাত ও কোচিং ফি বাবদ অতিরিক্ত অর্থ নিচ্ছে যা সম্পুর্ন অবৈধ ও বেআইনী। এ সকল অর্থলোভী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর
বিরুদ্ধে সম্প্রতি উচ্চ আদলতের বেঞ্চ একটি রুল জারি করেছেন। রুলে বিলম্ব ফি ছাড়া অন্য যেকোনো ধরনের বাড়তি ফি নেওয়া থেকে বিরত থাকারও নির্দেশ দিলেও কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান আদালতের নির্দেশ অমান্য করছেন। মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ অবিলম্বে আদালতের প্রতি সম্মান প্রদর্শন করে অতিরিক্ত ফি আদায় থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন আরিফুজ্জামান আরিফ, এস এম কামাল, আব্দুল্লাহ আল কাফি সখা, গাজী মিজানুজ্জামান তাজ, নাহিদ মোড়ল, রবিউল ইসলাম রুবেল, রিয়াজ সাহেদ, মশিউর রহমান যাদু, মিজানুর রহমান বাবু প্রমূখ।