মাধবপুরে স্ত্রীকে কুপিয়ে আহত করেছে স্বামী
প্রকাশিত হয়েছে : ২:০১:৩১,অপরাহ্ন ২৭ মে ২০১৫
নিউজ ডেস্ক :: হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের ৯ নং বস্তির চা শ্রমিক অনিতা ভূমিজ (২০) কে ধারালো দা দিয়ে কুপিয়ে ক্ষত বিক্ষত করেছে পাষণ্ড স্বামী ধীরেন ভূমিজ। মঙ্গলবার সকালে সুরমা চা বাগান ৯ নং বস্তির নতুন টিলায় এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জের ধরে ধীরেন ভূমিজ ধারালো দা দিয়ে তার মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতারি কুপিয়ে গুরুতর জখম করে।
ইউপি সদস্য দুখরাম মুণ্ডা জানান, আশংকাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছেন। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে ধীরেন।