মাধবপুরে মাদক পাচারকারীর ৬ মাসের কারাদন্ড
প্রকাশিত হয়েছে : ১২:১৪:৩৪,অপরাহ্ন ০৫ মে ২০১৫
নিউজ ডেস্ক :: হবিগঞ্জের মাধবপুরে হেলাল মিয়া নামে এক মাদক পাচারকারীকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম এ দন্ডাদেশ দেন।
বিজিবি ৫৫ ব্যাটেলিয়ান কমান্ডার লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, মঙ্গলবার সকাল সোয়া ৮টায় মনতলা বিওপি’র সুবেদার ওয়ারেছ এর নেতৃত্বে একদল জোয়ান উপজেলার নোয়াপাড়া রেলস্টেশন এলাকায় অভিযান চালায়। এসময় ২ কেজি গাঁজাসহ পাচারকারী ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কাশিনগর সিঙ্গারবিল গ্রামের হেলাল মিয়াকে আটক করে। পরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলামের কার্যালয়ে হাজির করা হলে ভ্রাম্যমান আদালত তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।
এছাড়া সকাল পৌনে ৮টায় তেলিয়াপাড়া বিওপি’র সুবেদার হানিফের নেতৃত্বে একদল জোয়ান উপজেলার তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
এদিকে, সোমবার রাতে লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামে অভিযান চালিয়ে ৩শ’ গ্রাম গাঁজাসহ ৩ মাদকসেবীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন ওই গ্রামের আব্দুর রহমান, আব্দুল হক ও নজরুল। মঙ্গলবার দুপুরে তাদেরকে নিয়মিত মামলায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন লাখাই থানার ওসি মোজাম্মেল হোসেন।