মাধবপুরে চাঞ্চল্যকর শিল্পী ধর্ষণ ও হত্যা : তদন্তে অগ্রগতি নেই পুলিশের
প্রকাশিত হয়েছে : ১:১৮:৪৪,অপরাহ্ন ১৭ মে ২০১৫
মাধবপুর সংবাদদাতা::
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় রামেশ্বর গ্রামে কিশোরী শিল্পী রানী সরকারের নৃশংস হত্যার ঘটনায় পুলিশ তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। নৃশংস হত্যাকান্ড সংঘঠিত হলেও পুলিশ এখন পর্যন্ত মূল ঘাতকদের গ্রেফতার করতে পারেনি। সরেজমিনে রোববার সকালে রামেশ্বর গ্রামে শিল্পীর বাড়িতে গেলে শিল্পীর মা বাবা অভিযোগ করে বলেন, গত শুক্রবার দুপুরে তারা উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের সাকুসাইল গ্রামে একমাত্র মেয়ে শিল্পী রানী সরকারকে বাড়িতে রেখে সাকুসাইল গ্রামে বেড়াতে গেলে ওই দিন সন্ধ্যা ৭টায় কতিপয় দুষ্কৃতিকারি শিল্পীকে অপহরন করে নিয়ে যায়।
ওই দিন রাতে তার প্রতিবেশীরা খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরদিন শনিবার সকালে বাড়ির পূর্ব পাশে একটি ঢেড়শ ক্ষেতে শিল্পীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মনির হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সুরতহাল প্রস্তুতকারী মামলার তদন্ত কর্মকর্তা ছাতিয়াইন তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক আব্দুল আউয়াল বলেন, শিল্পীর যৌনাঙ্গের উপরে তল পেটের নিচে ধারালো অস্ত্রের গুরুতর জখমের চিহ্ন রয়েছে।
বেশ কয়েকটি দাঁত ও একটি চোখ উপড়ে ফেলা হয়েছে। এছাড়া গলায় উড়না পেছিয়ে তাকে শ্বাসরুদ্ধ করা হয়েছে। ওসি ম্ল্লোা মনির হোসেন বলেন, অপরাধের ধরণ দেখে মনে হয় কিশোরী শিল্পীকে দুষ্কৃতিকারিরা ধর্ষণ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ও গলায় উড়না পেছিয়ে হত্যা করেছে। এ কিলিং মিশনে একাধিক ঘাতক অংশ নিয়েছে। শিল্পীর সঙ্গে থাকা মোবাইল ফোনটিও দুবৃত্তরা নিয়ে গেছে। শিল্পীর মা আহাজারি করে বলেন, “আমার সারা আসমানে এক চান ছিল। হারামিরা আমার শিল্পীকে মাইরা ফালাইছে। আমরা শিল্পী হত্যার বিচার চাই।” শিল্পীর বাবা বিনোদ সরকার বলেন, প্রতিবেশীর পলাশ সরকার নামে এক যুবক দীর্ঘ দিন ধরে শিল্পীকে অসৎ কাজের চেষ্টা করে।
এ নিয়ে পলাশের সঙ্গে শিল্পীর কথা বার্তা গত এক বছর ধরে বন্ধ ছিল। পলাশের মা শুক্কর মনি সরকার শিল্পীকে দেখলেই নানা ধরনের কটুক্তি করে বকাঝকা করত। শিল্পী ও শিল্পীর মা কৃষি জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করত।
বাবা বিনোদ সরকার গত এক বছর আগে অসুস্থ হয়ে কাজ কর্মে অক্ষম হয়ে পড়ে। কিছুদিন আগে লাখাই উপজেলার সিংহগ্রাম থেকে শিল্পীর একটি বিয়ের প্রস্তাব এলে প্রতিবেশী কাঠমিস্ত্রী মনু সরকার শিল্পীর সম্পর্কে খারাপ মন্তব্য রটিয়ে বিয়ে ভেঙ্গে দেয়। তাদের অভিযোগ পলাশ ও মনু সরকার তার একমাত্র মেয়েকে বাড়িতে একা পেয়ে তুলে নিয়ে নৃশংসভাবে খুন করেছে। শনিবার রাতে ঘাতকদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল আউয়াল বলেন তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে।
অপরাধী শনাক্ত করা সম্ভব হয়েছে তদন্তের স্বার্থে তিনি বিস্তারিত বলতে রাজি হননি। ছাতিয়াইন ইউনিয়ন চেয়ারম্যান খায়রুল ইসলাম মনু মিয়া বলেন, কিশোরী শিল্পীকে দুকৃতিকারীরা নৃশংসভাবে খুন করেছে। প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।