মাধবপুরে গৃহবধূর লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৮:৪১:০৯,অপরাহ্ন ২৬ মে ২০১৫
নিউজ ডেস্ক :: মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা গ্রামের রিপা রানী সরকার (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে রিপার লাশ সৎকার করা হয়েছে। রিপা সরকারের মৃত্যুকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে। রিপার পিতার পরিবারের দাবি তাকে স্বামী শ্বাসরোধ করে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে। স্বামীর বাড়ির লোকদের দাবি রিপা সরকার আত্মহত্যা করেছে।
সূত্র জানায়, প্রায় ২ বছর আগে আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও গ্রামের সুবির সরকারের কন্যা রিপা সরকারকে বিয়ে করে মাধবপুর উপজেলার নোয়াহাটি এলাকার বাসু দেব সরকারের পুত্র রানা সরকার। বিয়ের পর রিপার দাম্পত্য জীবন ভালই চলছিল। কিন্তু হঠাৎ করে তার সুখের সংসারে আগুন জ্বলে উঠে। রিপা’র স্বামী রানা সরকার অন্য একটি মেয়ের সাথে প্রেমে জড়িয়ে পড়ে। বিষয়টি জেনে রিপা স্বামীকে থেকে ফিরিয়ে আনার চেষ্টা করে। এতে ক্ষিপ্ত হয়ে রানা তাকে প্রায়ই মারপিট করতো। গত রবিবার রাতে বিভিন্ন বিষয় নিয়ে রিপা ও তার স্বামী রানা সরকারের মধ্যে ঝগড়া হয়।
রিপার বাবা সুবির সরকার জানান, রাত ১২টার দিকে আমাদের বাড়িতে ফোন আসে রিপা সিলিং ফ্যানের মধ্যে গামছা পেছিয়ে আত্মহত্যা করেছে। এ খবর পেয়ে আমরা সকালে রিপার শ্বশুরবাড়ি গিয়ে দেখি তার মৃতদেহ খাটের মধ্যে পড়ে আছে। বিষয়টি মাধবপুর থানা পুলিশকে জানানো হলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।
এ ব্যাপারে রিপার স্বামী রানার আত্মীয়-স্বজন জানান, কিছুদিন আগে পিত্রালয় থেকে তার বাবা তাকে নেয়ার জন্য আসেন। কিন্তু এ সময় রিপাকে তার স্বামী রানা সরকার কিছুদিন পরে যেতে বলেন। এতে অভিমান করে রিপা আত্মহত্যা করে।
এ ব্যাপারে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম পিপিএম জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রিপার লাশ খাটের মধ্যে পড়ে থাকতে দেখি। এ সময় তার শ্বশুর বাড়ির লোকজনদের সাথে আলাপকালে তারা জানান, রিপা তার পিত্রালয়ে না যেতে পেরে ক্ষোভে আত্মহত্যা করেছে। তবে ময়না তদন্তের পরে বলা যাবে সে আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে।