হবিগঞ্জে অটোরিক্সা-ম্যাক্সির সংঘর্ষে নিহত ২ : আহত ৫
প্রকাশিত হয়েছে : ১২:১১:৩৫,অপরাহ্ন ১১ জানুয়ারি ২০১৫
মাধবপুর সংবাদদাতা::
ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলার শাহপুরে মাধবপুরগামী সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে হবিগঞ্জগামী ম্যাক্সির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। রোববার দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, মাধবপুর উপজেলার শিমুলিয়া গ্রামের দুখু মিয়ার ছেলে সফি মিয়া (৪০) ও একই গ্রামের তালেবর মিয়ার ছেলে মাসুক মিয়া (৪২)। আহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদেরকে মাধবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি ইয়াসিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।