মাত্র তিন মাসেই জনপ্রিয়তার শীর্ষে!
প্রকাশিত হয়েছে : ৬:১৭:৫৬,অপরাহ্ন ০৮ জানুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক:: পর্ন জগতে পা দেওয়ার মাত্র তিন মাস পরেই লেবাননের পর্নস্টার মিয়া খলিফা সম্প্রতি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। এক জরিপে তিনি ইন্টারনেটের সবচেয়ে জনপ্রিয় পর্নস্টার নির্বাচিত হয়েছেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে দ্য টেলিগ্রাফ।
দেশের কেউ বিখ্যাত হলে তাতে খুশি হওয়ারই কথা। লেবাননবাসী বহুদিন ধরে অপেক্ষা করছিলেন, তাদের দেশের কেউ বিখ্যাত হওয়ার। বিশেষ করে নারীদের মধ্যে লেবাননের বিখ্যাত কারো ঘাটতি ছিলই। সম্প্রতি লেবাননের নারী শীর্ষস্থানীয় পর্নস্টার হওয়ায় এ ঘাটতি পূরণ হয়েছে কি না, তা নিয়ে সতর্ক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
২১ বছর বয়সি মিয়া বিষয়ে লেবানিজদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। পর্নগ্রাফিতে মিয়ার শীর্ষস্থান পাওয়ার বিষয়টি খুশির খবর নাকি ন্যাক্কারজনক খবর, তা নিয়েও রয়েছে দ্বীমত। অনেকেই তার কারণে লেবাননের খ্যাতি অর্জনকে ইতিবাচক হিসেবে দেখছেন। তবে অধিকাংশই একে নেতিবাচক হিসেবেই দেখছেন।
মিয়া বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তিনি শুধু পর্নোগ্রাফিতেই নয় শিক্ষাতেও এগিয়ে গিয়েছেন। ইউনিভার্সিটি অব টেক্সাস থেকে তিনি বিএ পাশ করেছেন। তার নিজের গাড়ি, বাড়ি ও পোষা কুকুর রয়েছে। মিয়ার টুইটার অ্যাকাউন্টে লক্ষাধিক ফলোয়ার রয়েছে। ইন্সটাগ্রামে রয়েছে প্রায় দেড় লাখ ফলোয়ার।
মিয়ার এ খ্যাতির কারণে লেবানিজরা অনেকেই তার বিরুদ্ধে খেপেছেন। তিনি ও তার পরিবার সম্প্রতি এ কারণে ক্রমাগত জীবননাশের হুমকি পাচ্ছেন।