মাঠেই ফুটবল খেলোয়াড়ের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১০:২৪:১৫,অপরাহ্ন ০১ ডিসেম্বর ২০১৪
স্পোর্টস ডেস্ক:: ব্যাপক উৎসাহ আর উদ্দীপনায় কয়েকটি গ্রামবাসীর সম্মিলিত আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচে ফুটবলের আঘাতে প্রাণ হারিয়েছেন এক কৃতি ফুটবলার । নিজের দলকে জেতানোর আপ্রাণ চেষ্টায় হেড দিয়ে বল ঘোরাতে গিয়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন মামুন। মাথায় রক্তক্ষরণ হয়ে শারীরিক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে নেয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে মামুন।
এ ঘটনায় উপজেলার শাগরইল ইউনিয়নে নেমে আসে শোকের ছায়া। মুহূর্তেই খেলার আনন্দ ছাপিয়ে আচ্ছন্ন হয়ে পড়ে দর্শকজনতা। শুধু স্বজনেরাই নয় মামুনের এমন মৃত্যুতে ব্যথিত অনাত্মীয়রাও।
রবিবার নওগাঁর মহাদেবপুর উপজেলার মির্জাপুর ফুটবল মাঠে এমন বিয়োগান্তক একটি ঘটনা স্তব্ধ করে দিয়েছে প্রতিটি মানুষকেই।
প্রত্যন্ত গ্রামের ঘটনা, খুব আলোড়ন তুলবেনা হয়ত ,হবেনা কোন জাতীয় শোক, কৃতি খেলোয়াড় মামুনের এমন অকালে চলে যাওয়ায় জাতীয় পর্যায়ে কোন স্মরনসভাও হবার কথা নয়। তবুও ভালো ফুটবলার হিসেবে পরিচিত মামুনের শোকে এলাকাবাসীর জোর দাবী মামুনের স্মরনে শোক প্রকাশ করুক জাতীয় ফুটবল বোর্ড।