মাইক্রোসফটের লিংক ও স্কাইপে এক হচ্ছে
প্রকাশিত হয়েছে : ১১:০৩:৩৭,অপরাহ্ন ১২ নভেম্বর ২০১৪
তথ্যপ্রযুক্তি ডেস্ক: ব্যবসায়িক কাজে লিংক ভিডিও কনফারেন্স সেবাটি স্কাইপের সাথে একীভুত করতে যাচ্ছে মার্কিন সফট জায়ান্ট মাইক্রোসফট। যা ২০১৫ সাল নাগাদ কার্যকর হবে।
মাইক্রোসফটের ‘রি-ইনভেন্টেড প্রোডাক্টিভিটি’ শুধু ব্যবসার জন্য নয়। তারা ব্যবসায়িক ক্ষেত্রের পাশাপাশি গ্রাহক পর্যায়েও অনুরূপ অভিজ্ঞতা দিতে চায়।
বড় উদ্যোক্তারা লিংক সেবা এবং গ্রাহকরা স্কাইপের সাথে পরিচিত। মাইক্রোসফটের স্কাইপে কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট গুরদিপ পল বলেন, ‘মাঝারি ব্যবসায়ীর জন্য লিংক অনেকটাই ভারী সফটওয়্যার পক্ষান্তরে স্কাইপ ব্যবহারকারীদের জন্য খুব হাল্কা। তাই প্রতিষ্ঠানটি মনে করে একটি সামঞ্জস্যপূর্ণ ব্র্যান্ড দ্বারা সকল সংগঠনের কাছে পৌঁছানো অনেকটা সহজ হবে।
সাধারন ব্যবহারকারী ও ব্যবসায়ীরা একই স্কাইপে ইউজার ইন্টারফেস দেখতে পাবে। যদিও তারা দুইটি ভিন্ন অ্যাপের আওতায় থাকবে। লিংকের তিনটি অপশন- সিকিউরিটি, কমপ্লায়েন্স ও কন্ট্রোল একইরকম থাকবে।
উল্লেখ্য, এর আগে ২০১২ সালে হটমেইলকে আউটলুক নামে রিব্রান্ডিং করেছিলো মাইক্রোসফট।