মহাখালী থেকে তিন শিবিরকর্মী আটক
প্রকাশিত হয়েছে : ১২:০১:০৮,অপরাহ্ন ১২ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
রাজধানীর মহাখালী ওয়ারলেসগেট এলাকা থেকে তিন শিবিরকর্মীকে আটক করেছে বনানী থানা পুলিশ। তারা মিটিংয়ের জন্য ওই এলাকায় জড়ো হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে। আটকরা হলেন, আবুল হোসেন মোল্লা, ওবায়দুর রহমান, রাজিব হোসেন। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শাহেদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটকরা গোপন মিটিংয়ের পরিকল্পনা করছিল। এই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। বর্তমানে তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।