মসজিদে আপত্তিকর ছবি তুলে বিতর্কিত সেলেনা গোমেজ
প্রকাশিত হয়েছে : ৬:১১:০৩,অপরাহ্ন ০৩ জানুয়ারি ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক :: মসজিদে মাথায় কাপড় না দেয়া এবং গোড়ালির উপর কাপড় তুলে ফটো শ্যুট, অত:পর তা ইনস্টাগ্রামে প্রকাশ। বিষয়টি পড়ে তেমন কিছু মনে না হলেও যখন এ বিষয়টি একজন মেয়ের ক্ষেত্রে ঘটে তাও আবার যখন তিনি সেলিব্রেটি হোন তখন বিতর্কের আর শেষ থাকবে না এটাই স্বাভাবিক।
এমনই এক কাণ্ড ঘটিয়ে বিতর্কিত হয়েছেন যুক্তরাষ্ট্রের পপ তারকা সেলেনা গোমেজ।
মসজিদের ভেতর পায়ের গোড়ালি আলগা করে ছবি তুলে তা ইন্সট্রাগ্রামে পোস্ট করেছেন তিনি। আর এতেই ক্ষোভে ফুঁসছে মুসলিম বিশ্ব।
সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে অবস্থিত শেখ জায়েদ গ্রান্ড মসজিদ। সম্প্রতি দল বেধে মসজিদ পরির্শনে যান সেলেনা গোমেজ। সেখানে নারীদের জন্য অবশ্যই পালনীয় নিয়ম গোড়ালি পর্যন্ত ঢাকা পোশাক পরার বিষয়টি উপেক্ষা করেন তিনি।
শেখ জায়েদ গ্রান্ড মসজিদে এক পুরুষ সঙ্গীর সঙ্গে ছবি তোলেন সেলেনা গোমেজ। সে সময় হাত দিয়ে ধরে পোশাক উঁচু করে পায়ের গোড়ালি আলগা করে রাখেন। এটি মসজিদ পরিদর্শনের নিয়মের পরিপন্থি।
ইন্সট্রাগ্রামে নিজের অ্যাকাউন্টে ছবি প্রকাশের পর সেলেনা গোমেজের ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক ভক্তই ফ্যান তালিকা থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তাকে নিয়ে চলছে বির্তক।
শেখ জায়েদ গ্রান্ড মসজিদের নিরাপত্তা বিভাগ সেলিব্রেটিদের নিয়ে এর আগেও কায়েকবার ঝামেলায় পড়েছে। বার্বাডোজের পপ তারকা রবিন রিহানা ফেন্টিও একবার নিয়ম লঙ্ঘন করে ছবি তোলায় তাকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়। বার্মুডার এক বিতর্কিত গায়িকাকেও একই অপরাধে মসজিদ থেকে ভাগিয়ে দেওয়া হয়। এদিকে শেখ জায়েদ মসজিদের নিরাপত্তাকর্মীরা সেলেনা গোমেজের এহেন কাজে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। মসজিদের পবিত্রতা নষ্ট করায় হয়তো আর কখনো তিনি সেখানে যেতে পারবেন না- এমন নিষেধাজ্ঞার কথা ভাবছে নিরাপত্তা বিভাগ।