মরমি সাধক হাছন রাজার জন্মদিন আজ
প্রকাশিত হয়েছে : ৮:৪৪:১৯,অপরাহ্ন ২১ ডিসেম্বর ২০১৪
বাউল সাধক হাছন রাজার ১৬১তম জন্মদিন আজ। মরমি এই কবি ১৮৫৪ সালের ২১ ডিসেম্বর সুনামগঞ্জের লক্ষ্মণশ্রী ইউনিয়নের তেঘরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। এ উপলক্ষ্যে বিভিন্ন সংগঠন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করেছে।
তিনি ছিলেন জমিদার পরিবারের সন্তান। হাছন রাজার পূর্বপুরুষ ছিল হিন্দু রাজবংশের উত্তরাধিকারী। সিলেটের রামপাশা ও ভাটি অঞ্চল নামে খ্যাত সুনামগঞ্জের লক্ষ্মণশ্রী বিস্তৃত ছিল তাদের রাজত্বকাল।
হাছন রাজার জন্মদিন উপলক্ষে বিভিন্ন সংগঠন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। ‘বাউলা কে বানাইল রে’, ‘নেশা লাগিল রে’, ‘লোকে বলে বলে রে’, ‘সোনা বন্ধে আমারে দিওয়ানা বানাইল’, ‘তোমার লাগিয়ে হাছন রাজা বাউলা’, ‘রঙ্গিয়া রঙ্গে আমি মজিয়াছি রে’সহ অসংখ্য গানের রচয়িতা এই মরমি কবি।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই দর্শনকে উপলব্ধি করে আন্তর্জাতিক পরিসরে বিভিন্ন বক্তৃতায় হাছন রাজার কথা তুলে ধরতেন।
হাছন রাজার দর্শন সুফিবাদ প্রভাবিত ছিল। তার প্রেমসত্তার অনুভূতি ছিল প্রবল। বাংলার বাউল ধারায় তিনি আকৃষ্ট ছিলেন, তবে বাউলদের মতো জীবনযাপন করেননি। তিনি সংসারী ছিলেন। তার জীবনদর্শন আলোচনা করলে একই সঙ্গে একজন রাজা ও একজন ঋষিকে খুঁজে পাওয়া যায়। তিনি ১৯২২ সালের ৬ ডিসেম্বর ইন্তেকাল করেন।