ময়মনসিংহে প্রাইভেটকারে আগুন
প্রকাশিত হয়েছে : ১০:৩০:৪৯,অপরাহ্ন ০৬ জানুয়ারি ২০২৪

ময়মনসিংহে প্রাইভেটকারে আগুন। ছবি: সংগৃহীত
ময়মনসিংহ নগরীতে একটি প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর নওমহল গরুখোয়ার মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আবু জাফর আহম্মেদ।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কে বা কারা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে, তা জানা যায়নি।
এ বিষয়ে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টি করতেই এই ঘটনা ঘটনানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যারা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তাদেরকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এর আগে এদিন ভোর ৪টার দিকে গফরগাঁও উপজেলার পরশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগুন দেয়া হয়। আগুনে স্কুলটির চারটি কক্ষ পুড়ে যায়। একইদিন সকাল সাড়ে ৯টার দিকে নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগুন দেয়া হয়। এতে ভোটকেন্দ্রের তিনটি কক্ষ পুড়ে যায়। পৃথক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
ময়মনসিংহের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, আগুন লাগানো ওইসব কেন্দ্রে ভোটগ্রহণে সমস্যা হবে না। জেলার সব এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আশা করছি, বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হবে।