মমতা দিদি, আপনি বাংলাদেশের মুখ্যমন্ত্রী নন!
প্রকাশিত হয়েছে : ১:০৮:৫২,অপরাহ্ন ৩০ নভেম্বর ২০১৪
আন্তর্জাতিক ডেস্ক::
মমতা ব্যানার্জি বাংলাদেশের কথিত মুসলিম সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে অভিযোগ করে বিজেপির সভাপতি অমিত শাহ বলেন, ‘মমতা দিদি, আপনি বাংলাদেশের মুখ্যমন্ত্রী নন, পশ্চিম বাংলার জনগণ আপনাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী বানিয়েছে।’
আজানের অজুহাতে বিজেপির সভাপতি অমিত শাহ কলকাতায় এক জনসভা চলাকালে পার্শ্ববর্তী মসজিদে আজানের ধ্বনি শুনে মাঝপথে বক্তব্য বন্ধ করে মন্তব্য করেন ‘আসুন (বক্তব্য) বন্ধ রাখি। আমরা মমতার হাতে আরেকটি অজুহাত তুলে দিতে চাই না,’ প্রায় দশ মিনিট বক্তব্য বন্ধ রাখেন অমিত শাহ।
পশ্চিমবঙ্গে মুসলমান ভোটারের সংখ্যা প্রায় ২৮ শতাংশ। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে তারা মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়।
বিজেপির সভাপতি রবিবার কলকাতার ভিক্টোরিয়া হাউজে বক্তব্য রাখছিলেন। এখানে জনসভা করতে ভারতের ক্ষমতাসীন দলটিকে বেশ বেগ পোহাতে হয়েছে। পুলিশ অনুমতি না দেয়ায় শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে সভা করার অনুমতি মেলে।
সভায় মমতা ব্যানার্জির কড়া সমালোচনা করেন অমিত শাহ। তিনি তৃণমূলকে ‘উপড়ে ফেলার’ প্রত্যয় ব্যক্ত করেন।
কালো টাকা, সারদা কেলেঙ্কারি ও বর্ধমান বিস্ফোরণের ঘটনারও তীব্র সমালোচনা করেন অমিত শাহ।