‘মমতার সফরে অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হবে’
প্রকাশিত হয়েছে : ৪:১১:০৩,অপরাহ্ন ২০ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
ভারতের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাংলাদেশ সফরের মাধ্যমে সমাধান করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ। আজ শুক্রবার বিকেলে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে বঙ্গভবনে গেলে আবদুল হামিদ এ আশা প্রকাশ করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম জানান,পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় ৩৫ মিনিট দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন আবদুল হামিদ।
বঙ্গভবনে আসার আগে সোনারগাঁও হোটেলে দুই বাংলার সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সঙ্গে এক মত বিনিময়ে মমতাও বলেন, তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি আলোচনা করবেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে তিন দিনের সফরে শুক্রবার রাতে ঢাকায় পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর ধানমণ্ডিতে বঙ্গবন্ধু জাদুঘরে যান তিনি।