মন্ত্রীর সামনেই আ”লীগ নেতারা নাক ফাটাল সংগঠনের ভাইস প্রেসিডেন্টের
প্রকাশিত হয়েছে : ১১:১৩:১৫,অপরাহ্ন ২৪ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদের ভাইস প্রেসিডেন্টের নাক ফাটাল, ঐ সংগঠনের কিছু নেতা কর্মী। সেটি আবার ভূমি মন্ত্রী সামসুর রহমান শরীফ দিলুর সামনেই।
আজ (বুধবার) দুপুরে শাহবাগ জাতীয় পাবলিক লাইব্রেরিতে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভা চলা কালীন সময়ে এ ঘটনা ঘটে।
আলোচনা সভার বিশেষ অতিথি মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ বক্তব্য দেওয়া কালে সংগঠনের ভাইস প্রেসেডিন্ট দাড়িয়ে মন্তব্য করে বসেন, “ ব্যক্তি পুজারী না হয়ে সংগঠনের কথা বলুন” এর পরই সংগঠনের অন্যান্য নেতা কর্মীরা বিক্ষুব্ধ হয়ে তার উপর হামলা চালায়। লাথি, ঘুসি মেরে তার নাক ফাটিয়ে দেয়। এ সময় তার নাক দিয়ে রক্ত ঝড়তে শুরু করে।
উল্লেখ্য, আব্দুল হক সবুজ বক্তব্যে শুরুতে স্লোগানের মাধ্যমে নেতা কর্মীদের উদ্বোদ্ধ করছিলেন। তার শ্লোগানটি ছিল এমন তারেক জিয়ার দুই গালে জুতা মারো তালে তালে, খালেদার দুই গালে জুতা মারো তালে তালে।
বিক্ষব্ধ নেতা কর্মীদের হাত থেকে ভাইস প্রেসিডেন্ট কে উদ্ধার করেন আব্দুল হক সবুজ নিজেই, এবং তার কাছে এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে নেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ভূমি মন্ত্রী সামসুর রহমান শরীফ দিলু তার বক্তব্যে নেতা কর্মীদের এহেন আচরনে খুবই মর্মাহত হন বলে জানান তিনি। দৈর্য ধারন না করে বক্তব্যটি সম্পোর্ন না শুনে এই আচরন খুবই দুঃখ জনক বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
হামলার সময় ভিডিও করার কারনে দেশ টিভির সাংবাদিকের উপরও চড়াও হয় বিক্ষুব্ধ নেতা কর্মীরা।