মনটা এখনোও শ্রীমঙ্গলে পড়ে আছে: হাবিব
প্রকাশিত হয়েছে : ৫:৩৫:৩০,অপরাহ্ন ০২ নভেম্বর ২০১৪
বিনোদন ডেস্ক :: জিঙ্গেল, চলচ্চিত্রের গান ও অ্যালবাম নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন দেশের অন্যতম শীর্ষ সংগীত শিল্পী হাবিব ওয়াহিদ।
ইতিমধ্যে অক্টোবর পর্যন্ত তিনি একাধিক বিজ্ঞাপনের জিঙ্গেল করেছেন। অক্টোবরের ১৫ তারিখ ছিল তার জন্মদিন। শুভদিনটি পরিবারকে নিয়েই কাটিয়েছেন তিনি।
কাজের একঘেঁয়েমি কাটাতে সম্প্রতি হাবিব ঘুরে এসেছেন শ্রীমঙ্গল থেকে। সেখানে কয়েকদিন থেকে ফুরফুরে মেজাজে এসে আবারও কাজ শুরু করেছেন।
শ্রীমঙ্গল সফর নিয়ে হাবিব বলেন, শ্রীমঙ্গলের হাওয়ায় মনটা বাউলা বানায়। সেখান থেকে একটু সুন্দর সফর করে এলাম।
একটানা কাজের পর সফরটা খুব উপভোগ করেছি। মনটা একদম সতেজ হয়ে গেছে। আরও কিছুদিন থাকতে পারলে হয়তোবা আরো ভাল লাগতো।
কারণ, এখনো মনটা শ্রীমঙ্গলে পড়ে আছে। কিন্তু কি আর করা, কাজের কারণে আবার ব্যস্ত রাজধানীতে ফিরলাম।
এই সময়ে হাবিব ওয়াহিদের সুর-সংগীতে নতুন করে দুটি বিজ্ঞাপনের জিঙ্গেল আবারও আলোচনায় এসেছে। এর মধ্যে তাহসান-মিথিলার ‘মেরিল বেবি পোর্টফোলিও’র বিজ্ঞাপনের জিঙ্গেলটি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
এর বাইরে গ্রামীণফোনের নতুন বিজ্ঞাপনে হাবিবের সুর-সংগীতে মমতাজের গাওয়া ‘যারে উইরা যা’ জিঙ্গেলটিও বেশ প্রশংসিত হচ্ছে।
এ বিষয়ে হাবিব বলেন, জিঙ্গেলের কাজ করতে আমি পছন্দ করি। সে কারণেই ধারাবাহিকভাবে কিছু বিজ্ঞাপনের জিঙ্গেল করলাম। তাড়াতাড়ি এর সাড়া পাওয়া যায়। এরই মধ্যে ফেসবুক, ফোন, ই-মেইলে এই জিঙ্গেল দুটোর দারুণ সাড়া পেয়েছি।
এদিকে শ্রীমঙ্গল থেকে ফিরে এখন প্রতিদিনই নিজের স্টুডিওতে গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন হাবিব। এরই মধ্যে কায়ার জন্য গান তৈরি করেছেন। টুকটাক করে নিজের গানও তৈরি করছেন। পাশাপাশি একাধিক জিঙ্গেল ও চলচ্চিত্রের গান করছেন।
ব্যস্ততা প্রসঙ্গে হাবিব ওয়াহিদ বলেন, প্রতিদিনই কাজ চলছে। শ্রীমঙ্গল থেকে ফিরে কাজ করতে এখন ভাল লাগছে। চলচ্চিত্রের গান করছি।
এর পাশাপাশি নিজের জন্য কিছু ট্র্যাক করছি, তবে কোন উপলক্ষ টার্গেট করে নয়। যখন মনে হবে সঠিক সময় এসেছে কেবল তখনই সেগুলো প্রকাশ করবো। আর জিঙ্গেলের কাজও চলছে। সব মিলিয়ে ব্যস্ততার মধ্যে ভালই কেটে যাচ্ছে সময়।