মদিনা মার্কেট পুলিশ-শিবির সংঘর্ষ,আহত ১৫ ও গাড়ি ভাংচুর
প্রকাশিত হয়েছে : ৯:৫৬:২৯,অপরাহ্ন ০৫ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় শিবির-পুলিশের সংঘর্ষ হয়েছে। সোমবার ২টার দিকে শিবির নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা প্রদান করে। এক পর্যায়ে শিবির নেতাকর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে সামনে অগ্রসর হতে চেষ্টা করলে পুলিশ প্রথমে তাদের উপর লাঠি চার্জ করে। এতে শিবিরকর্মীরা ক্ষিপ্ত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকে ছুড়তে থাকে, পরে পুলিশ প্রথমে টিয়ার সেল ও ফাঁকাগুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষে অন্তত ১৫জন আহত হয়েছেন। শিবির নেতাকর্মীরা এসময় অন্তত ১২টি গাড়ি ভাঙচুর করেন।
জোহরের নামাজের পর মদিনা মার্কেটের লতিফ মঞ্জিল এলাকা থেকে শিবির নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি মদিনা মার্কেট পয়েন্টের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ বাঁধা দেয়। এতে উভয় পক্ষে সংঘর্ষ শুরু হয়।