মতিঝিলে প্রাইভেটকারে আগুন
প্রকাশিত হয়েছে : ১২:৪১:৩৮,অপরাহ্ন ১৩ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: মতিঝিলের বক চত্বরে একটি প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
মতিঝিল থানার এসআই রাকিব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এর ১০ মিনিট আগে প্রায় একই স্থানে (মতিঝিলের সিটি সেন্টারের বিপরীতে) ককলেট বিস্ফোরণ ঘটানোর সময় তিন যুবককে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন- রতন (২০), আব্দুল্লাহ আল মামুন (১৯), ফারুক (২০)।
মতিঝিল থানার ডিউটি অফিসার সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।