মতিউর রহমান নিজামী ও মীর কাসেম আলীর ফাসির রায়ে ইউকে ওয়েলস আওয়ামীলীগের সন্তোষ প্রকাশ
প্রকাশিত হয়েছে : ২:৪৮:৫৫,অপরাহ্ন ০২ নভেম্বর ২০১৪
প্রবাস: ৭১এর আল বদর বাহিনীর প্রধান মতিউর রহমান নিজামী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীকে ফাসির রায় ঘোষণায় ইউকে ওয়েলস আওয়ামীলীগের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়।
যুক্তরাজ্য আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ও ইউকে ওয়েলস আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মকিস মনসুর আহমদ ও সাধারণ সম্পাদক এম এ মালিক এক যুক্ত বিবৃতিতে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ৭১এর আল বদর বাহিনীর প্রধান মতিউর রহমান নিজামী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীকে ফাসির রায় ঘোষণায় সন্তোষ প্রকাশ করেন। তারা অবিলম্বে ঘোষিত রায় কার্যকর করার দাবী জানান এবং অবশিষ্ট সকল রাজাকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।