মজুমদারীতে ৫ লাখ টাকা ছিনতাই, এএসআই আহত
প্রকাশিত হয়েছে : ১১:২০:৫৯,অপরাহ্ন ২৮ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক: সিলেট নগরীর মজুমদারীতে এক ব্যবসায়ীর ৫ লাখ টাকা ছিনতাই হয়েছে। রবিবার দুপুর ১টার দিকে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ছিনতাইকারীদের অস্ত্রের আঘাতে আরিফ নামের বিমানবন্দর থানার এক এএসআই আহত হয়েছেন। তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যতরপুর এলাকার বাসিন্দা মো: লোকমান আহমদ দুপুর ১টার দিকে প্রাইম ব্যাংকের দরগা গেইট শাখা থেকে ৫ লাখ টাকা তোলেন। টাকা নিয়ে যাওয়ার সময় পথে মজুমদারী বায়তুল জান্নাত জামে মসজিদের সম্মুখে দুটি পালসার মোটর সাইকেলযোগে আসা ৫ ছিনতাইকারী তার গতিরোধ করে। এরপর অস্ত্রের মুখে সিএনজির সিটের নিচে রাখা টাকা ছিনিয়ে নিয়ে যায়। এসময় সেখানে দায়িত্বরত বিমানবন্দর থানার এএসআই আরিফ ছিনতাইকারীদের ওপর ঝাঁপিয়ে পড়লে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।
এসএমপি’র এডিসি (মিডিয়া) রহমত উল্যাহ ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, আরিফ ছিনতাইকারীদের প্রতিরোধের চেষ্টা করলে স্থানীয় লোকজনের অসহযোগিতার কারণে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। রক্তাক্ত অবস্থায় আরিফকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।