মঙ্গলবার মেসির সঙ্গে শান্তি চুক্তি করবেন রোনালদো
প্রকাশিত হয়েছে : ৯:১৩:২২,অপরাহ্ন ১৭ নভেম্বর ২০১৪
স্পোর্টস ডেস্ক:: আরও একবার লিওনেল মেসির মুখোমুখি হওয়ার আগে তাঁর সঙ্গে ‘শান্তি চুক্তি সই’ করতে চাইছেন ক্রিস্তিয়ানো রোনাল্দো৷ মঙ্গলবার ওল্ড ট্র্যাফোর্ডে ফের দেখা হচ্ছে সিআর সেভেন ও এলএম টেনের৷ তবে রিয়াল-বার্সা নয়, এ বার তাঁরা দেশের জার্সিতে৷ দু’জনের সম্পর্ক নিয়ে ইদানীং প্রচুর লেখালেখি হলেও এ বার রোনাল্দো নাকি চাইছেন, ওল্ড ট্র্যাফোর্ডে মেসির সঙ্গে সামনা-সামনি কথা বলে ব্যাপারটা মিটিয়ে ফেলতে৷ অন্তত ইংল্যান্ডের একটি কাগজে প্রকাশিত খবরটা এ রকমই৷
এই ম্যাচে ফের রোনাল্দোকে খেলতে দেখা যাবে ওল্ড ট্র্যাফোর্ডে৷ পুরোনো ক্লাবের মাঠে ফিরবেন কার্লোস তেবেসও৷ তার উপর আসল আকর্ষণ দুই টিমের দুই ক্যাপ্টেন মেসি ও রোনাল্দো৷ তিন চারেক আগেও টিকিট নিয়ে আগ্রহ কম থাকলেও এখন টিকিট বিক্রি ভালোই৷ তার আগে অবশ্য বেশ খোশমেজাজে মেসি ও রোনাল্দো৷ রোনাল্দো ইউরো যোগ্যতা অর্জন পর্বে গোল করে ইউরোর সর্বোচ্চ গোলদাতা হয়েছেন৷ আবার মেসিও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোল পেয়েছেন৷ আর্জেন্টেনীয় তারকা ফেসবুকে ভিডিয়ো পোস্ট করেছেন, একটি বিজ্ঞাপনের৷ তুরস্ক বিমান সংস্থার এই বিজ্ঞাপনে মেসিকে দেখা গিয়েছে দিদিয়ের দ্রোগবার সঙ্গে৷ রোনাল্দো আবার শনিবারটা কাটিয়েছেন ছেলের সঙ্গে৷ তার ছবিও দিয়েছেন ফেসবুকে৷
ম্যাঞ্চেস্টারে আর্জেন্টিনা প্র্যাক্টিস করছে ইউনাইটেডের প্র্যাক্টিসের মাঠ ক্যারিংটন গ্রাউন্ডে৷ যে গ্রাউন্ড এখন খুব চেনা আনখেল দি মারিয়া ও মার্কোস রোখোর৷ যদিও কাঁধের হাড় ভাঙায় আর্জেন্তিনার হয়ে খেলতে পারবেন না রোখো৷ তেবেসও এই মাঠে প্র্যাক্টিস করেছেন ইউনাইটেডে থাকাকালীন৷ একই শহরে থেকেও এই ট্রেনিং গ্রাউন্ডে যাদের পা দিতে হয় না সেই ম্যাঞ্চেস্টার সিটির তারকা ফুটবলাররাও এখন ক্যারিংটনে৷ সের্খিও আগুয়েরো ও মার্তিন দেমিচেলিস৷
মিডিয়ায় সদ্য বিতর্ক হয়েছে রোনাল্দোর দেয়া মেসির ‘ডাকনাম’ নিয়ে৷ সেই আবহেই এই ম্যাচ আরও আগ্রহ বাড়িয়েছে বিশ্ব জুড়ে৷