মঙ্গলগ্রহে সন্তান প্রসবে আগ্রহী নারী
প্রকাশিত হয়েছে : ৯:৫২:৪২,অপরাহ্ন ০৬ ফেব্রুয়ারি ২০১৫
বিচিত্র ডেস্ক :: মঙ্গলগ্রহে এখনও ভালো করে পা রাখেনি মানুষ। কিন্তু তার আগেই ব্রিটিশ এক নারী তার প্রথম সন্তান জন্ম দিতে চান মঙ্গলগ্রহে। ম্যাগি লুই নামের এই ২৪ বছর বয়সী নারী বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের নভোপদার্থবিদ্যায় পিএইচডি প্রার্থী। মঙ্গলগ্রহ ওয়ান প্রকল্পের জন্য যে ছয়শ প্রার্থীকে মনোনিত করা হয়েছে তাদের মধ্যে তিনি একজন। এই প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী আগামী ২০২৫ সাল নাগাদ মঙ্গলগ্রহে কলোনি স্থাপন করবে পৃথিবীর মানুষ।
নাসার বিজ্ঞানীরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ৩৯ জন মানুষকে মঙ্গলগ্রহে পঠানোর জন্য মনোনিত করেছেন। আগামী মাসে এই দলে ম্যাগির সম্পৃক্ত হওয়ার কথা রয়েছে। বর্তমানে মনোনিত প্রার্থীদের নাসার গোপন ঘাটিতে মঙ্গলে বসবাসের উপযোগি করার জন্য প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এখানে নিবিঢ় প্রশিক্ষণ শেষ হওয়ার পরেই তাদের মঙ্গলে পাঠানো হবে বলে নাসার পক্ষ থেকে প্রাথমিক বিবৃতিতে জানানো হয়।
ম্যাগির ভাষায়, ‘মঙ্গলগ্রহে কলোনি করতে হলে আমাদের সেখানে সন্তান জন্মদান করতে হবে। পর্যায়ক্রমেই সেটা ঘটবে। তবে এটা ভয়ানক চ্যালেঞ্জের হতে পারে। এখন পর্যন্ত কেউই মঙ্গলে সন্তান জন্মদানের বিষয়টি নিয়ে গবেষণা করেনি। কারণ নিম্ন অভিকর্ষয পরিবেশে নবজাতক সন্তানের পক্ষে টিকে থাকা সম্ভব হবে কিনা সেটা গবেষণার বিষয়। মঙ্গলে সন্তান জন্মদানের বিষয়টি হাস্যকর হতে পারে কিন্তু এটা সত্যিই মাইলফলক হবে।’
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০১৮ সালের মঙ্গলের উদ্দেশ্যে একটি মহাকাশ যান রওনা দেবে। তবে নাসার বিবৃতি অনুযায়ী ২০২৪ সাল নাগাদ চারজন মানুষের একটি দলকে প্রথমবারের মতো মঙ্গলে পাঠানো হবে। পাশাপাশি এর দুই বছর পর আরও চারজনকে পাঠানো হবে। আর এই উদ্দেশ্যেই প্রায় এক দশক ধরে ৬০০ জন প্রার্থীকে ঔষধ, কৃষি, পয়ঃনিষ্কাষন ও বৈদ্যুতিক কর্মকাণ্ড সম্পর্কে নিবিঢ় প্রশিক্ষণ দেয়া হচ্ছে।