ভ্যালেন্টাইনস ডে-তে মাদক খাইয়ে তরুণীকে গণধর্ষণ, ধৃত প্রেমিক
প্রকাশিত হয়েছে : ৯:৪৫:৩৩,অপরাহ্ন ১৫ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
ভ্যালেন্টাইন ডে-র সন্ধ্যেয় পার্টিতে বান্ধবীকে মাদক মেশানো পানীয় খাইয়ে দুই সঙ্গীর সঙ্গে গণধর্ষণ করল প্রেমিক। ভারতের কয়েকটি গণমাধ্যম এমন খবর নিশ্চিত করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যেবেলা দক্ষিণ দিল্লির রঙ্গপুরি এলাকায়।ওই তরুণী জানিয়েছেন ভ্যালেন্টাইনস্ ডে-র দিন তাঁর প্রেমিকের বাড়িতে পার্টিতে গিয়েছিলেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন তাঁর প্রেমিক সহ আরও দুই অপরিচিত যুবক। সেখানেই তাঁকে মাদক মেশানো পানীয় খাওয়ানো হয় বলে অভিযোগ। তিনি জানিয়েছেন, ওই পানীয় পান করে তাঁর প্রথমে মাথা ঝিমঝিম করে। এরপর জ্ঞান হারিয়ে ফেলেন ওই তরুণী।
খানিক পরে জ্ঞান ফিরে এলে ওই তরুণী বুঝতে পারেন, তাঁকে ধর্ষণ করা হয়েছে। কোনওরকমে সেখান থেকে পালিয়ে বাড়ি চলে আসেন ওই তরুণী। মায়ের কাছে সব ঘটনা জানানোর পর পরিবারের তরফে বসন্তকুঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।পুলিশের কাছে ওই তরুণী জানিয়েছেন, ওই যুবক তাঁকে বিয়ের প্রস্তাবও দিয়েছিল। পুলিস সূত্রে খবর, তাকে গ্রেফতার করা হয়েছে। এখনও অধরা বাকি দুই অভিযুক্ত যুবক।