ভ্যানে শুয়ে পরীক্ষার হলে মাশকুল
প্রকাশিত হয়েছে : ৫:৩৩:০১,অপরাহ্ন ২৪ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: বিদ্যালয়ের সহপাঠির যে যার মত হাসি আর আনন্দ নিয়ে রিক্সা, সিএনজি, মোটরসাইকেলসহ বিভিন্নভাবে পরিবারের সদস্যদের সাথে পরীক্ষার কেন্দ্রে আসে। সবার মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেলেও অসুস্থতার কারণে কাঁথা গায়ে ভ্যানে শুয়ে পরীক্ষায় অংশ নিতে আসতে দেখা গেছে মাশকুল আলম নামের এক পরীক্ষার্থীকে।
রোববার সকালে এমন দৃশ্যটি দেখা যায় নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুুরুয়া ইউনিয়নের গাজীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
জানা গেছে, দেশব্যাপী একযোগে শুরু হওয়া পিএসসি ও এবতেদায়ি পরীক্ষায় অংশ গ্রহণ করতে সেনবাগ ক্যাডেট মাদ্রাসার ছাত্র ও দিনমজুর বাবার ছেলে মাশকুল আলম ভ্যানে শুয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে গাজীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আসে। কথা হয় পরীক্ষার্থী মাশকুল আলমের সাথে। সে জানায়, পরীক্ষায় অংশগ্রহণ করাই ছিল তার লক্ষ্য। তাই সে যে কোন মূল্যে পরীক্ষায় অংশ গ্রহণ করছে। সবার কাছে সে নিজের সুস্থতার জন্য দোয়া কামনা করেছে।
মাশাকুলের মা জেসমিন আক্তার জানান, মাশকুল গত ২৯দিন যাবত পায়ের হাড় ক্ষয় রোগে ভুগছে। টাকা পয়সার অভাবে ভালে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। তাই কোন উপায় না পেয়েও তার পরীক্ষার প্রতি আগ্রহ দেখে অসুস্থ অবস্থায় তাকে এইভাবে পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসতে হয়েছে।
নিজ সেনবাগ ক্যাডেট মাদ্রাসার প্রধান শিক্ষক রবিউল আলম জানান, মাশকুল খুব ভালো ছাত্র তার আগ্রহ থাকায় পরিবারের লোকজনের সহযোগিতায় আমরা তাকে কেন্দ্রে নিয়ে এসেছি।
পরীক্ষা কেন্দ্র সচিব সফিকুর রহমান জানান, মাশকুল সম্পর্কে আমাদের আগে অবগত করা হয়নি। তারপরও সে যেন সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে আমরা সে ব্যবস্থা করেছি।