ভোলায় ছাত্রদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ১০:৩৪:২৯,অপরাহ্ন ০২ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলায় ছাত্রদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। জেলা ছাত্রদল সভাপতি খন্দকার আল-আমিনের সভাপত্বিতে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক হাসান তৌফিক রিহিন, কেন্দ্রীয় যুবদলের নির্বাহী সদস্য আব্দুল কাদের সেলিম, সহ-সভাপতি রবিন চৌধূরী, ছাত্রদল সাধারন সম্পাদক মিজানুর রহমান মাসুদ, যুগ্ম সম্পাদক জাকির হোসেন মনির, আশ্রাফ উদ্দিন বাপ্প্,ি মিজানুর রহমান আরজু, সাংগঠনিক সম্পাদক নেজামল আলম জিহাদ, ছাত্র ছাত্রদল সদর কমিটির আহবায়ক মোস্তফা কামাল, বেলাল পাটোয়ারী, কলেজ শাখা ছাত্রদল সভাপতি আসাদুজ্জামান বান্না, সম্পাদক রাকিব, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা আগামী দিনের রাজপথের আন্দোলনে এক সাথে কাজ করার আহব্বান জানান।
সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।