ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজের ২ দিন পর তরুণীর লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৯:০১:১০,অপরাহ্ন ১৮ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: ভোলার বোরহানউদ্দিন উপজেলার ছোট মানিকা খাল থেকে নিখোঁজের ২ দিন পর তানিয়া (১৫) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার সন্ধ্যায় পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত তানিয়া উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের দারিয়া গ্রামের বাবুল মিয়া মেয়ে।
নিহতের পরিবারের বরাত দিয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃঞ্ চৌধূরী জানান, দরিয়া গ্রামের ওই কিশোর গত ১৫ আগে বাড়ি থেকে নিখোঁজ হয়। তার পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে পায়নি। গতকাল বুধবার বিকালে ছোট মানিকা খালে এক তরুণীর লাশ ভাসনতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি আরও জানান, নিহত তরুণীর শরীরের গলায় ওড়না পেঁচানো ছিল এবং আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে পুলিশ নিশ্চিত হতে পেরেছে।
লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হসাপাতালে মর্গে প্রেরণ করা হবে। এদিকে, এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।