ভোটার তালিকা হালনাগাদে নতুন ভোটার হচ্ছেন ৪৭ লাখ
প্রকাশিত হয়েছে : ১০:৩৪:৪৩,অপরাহ্ন ১৭ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: সারা দেশে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যুক্ত হচ্ছেন ৪৭ লাখ ৩৫ হাজার ১০৪ জন নতুন ভোটার। ২৬ লাখ ৪৬ হাজার ৬৫৯ পুরুষ ও ২০ লাখ ৮৮ হাজার ৪৪৫ জন নারী নতুন ভোটার তালিকাভুক্ত হয়েছেন। সংখ্যা হিসাবে সারা দেশে নারী ভোটারের তুলনায় ৫ লাখ ৫৮ হাজার ২১৪ জন বেশি পুরুষ ভোটার তালিকাভুক্ত হয়েছেন। সামগ্রিক হিসাবে নারীর চেয়ে পুরুষ ভোটারের সংখ্যা বেশি।
নতুন ভোটারদের তথ্য অন্তর্ভুক্তির কার্যক্রম শনিবার শেষ হয়েছে। নতুন ভোটারদের সংখ্যা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
চলতি বছর শতকরা ৫ ভাগ নতুন ভোটার অন্তর্ভুক্তির লক্ষ্যমাত্রা নিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করে ইসি। তবে ওই লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ৫ দশমিক ১৫ ভাগ নতুন ভোটার রেজিস্ট্রেশন হয়েছে। নারী ভোটার কম হওয়ার পাঁচ কারণ রয়েছে বলে মনে করেন ইসির কর্মকর্তারা।
হালনাগাদ কার্যক্রম পর্যালোচনা করে দেখা গেছে, সবচেয়ে বেশি ভোটার নিবন্ধিত হয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে, যার হার ৮ দশমিক ১২ শতাংশ। দ্বিতীয় অবস্থানে থাকা নোয়াখালীর হাতিয়ায় ৭ দশমিক ৯৯ শতাংশ ভোটার তালিকাভুক্ত হয়েছেন। আর সবচেয়ে কম ২ দশমিক ৬২ শতাংশ ভোটার নিবন্ধিত হয়েছেন চট্টগ্রামের কোতোয়ালিতে। নাটোরের গুরুদাসপুরে ৩ দশমিক ৩৩ শতাংশ ভোটার নিবন্ধিত হয়েছেন। উপজেলা পর্যায়ে নারী-পুরুষের ভোটার ব্যবধানে ব্যাপক। এর মধ্যে গাজীপুরের কাপাসিয়ায় ১৩ হাজার ৮৬৪ ভোটারের মধ্যে পুরুষ ৮ হাজার ১৪৮ এবং নারী ৫ হাজার ৭১৬ জন। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১০ হাজার ৯৪০ জনের মধ্যে পুরুষ ৭ হাজার ১৯২ এবং নারী ৩ হাজার ৭৪৯ জন।