ভোটার তালিকার হালনাগাদের সময় বেড়েছে
প্রকাশিত হয়েছে : ১০:৩৮:৩৮,অপরাহ্ন ০১ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: যে সকল ভোটাররা হালনাগাদ থেকে বাদ পড়েছে তাদের ভোটার হওয়ার জন্য ২ জানুয়ারির পরিবর্তে ১৭ জানুয়ারি পর্যন্ত সময়সূচি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মলনে ইসির সচিব সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যারা ভোটার তালিকার হালনাগাদ থেকে বাদ পড়েছে তারা ১৭ জানুয়ারি পর্যন্ত ভোটার তালিকায় অর্ন্তভুক্ত হতে পারবে।
দেশে বর্তমানে ভোটার রয়েছেন ৯ কোটি ১৯ লাখ ৮০ হাজার ৫শ ৩১ জন। ৯ কোটি ৬২ লাখ ৩ হাজার ৭০৬ জন।