ভূয়া মুক্তিযোদ্ধা যুগ্ম-সচিব কাসেম চাকরিচ্যুত
প্রকাশিত হয়েছে : ৯:৪০:৫২,অপরাহ্ন ১২ নভেম্বর ২০১৪
ঢাকা: জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধার সনদ নেয়ায় যুগ্ম-সচিব আবুল কাসেম তালুকদারকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। আবুল কাসেমকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে গত ৯ নভেম্বর আদেশ জারি হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। যদিও আবুল কাসেমের চাকরির মেয়াদ ২০১৮ সাল পর্যন্ত ছিল। এর আগে তিনি মুক্তিযুদ্ধে বিদেশিদের বিশেষ অবদানের সম্মাননা ক্রেস্টে স্বর্ণ জালিয়াতির ঘটনায় ওএসডি হন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, আবুল কাসেম তালুকদারের চাকরির সময় ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকার ‘জনস্বার্থে’ তাকে অবসর দেয়ার প্রয়োজন বলে মনে করছে। সরকারি কর্মচারী আইন ১৯৭৪ এর ৯(২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার তাকে চাকরী থেকে অব্যাহতি প্রদান করে। সরকারি চাকরি থেকে সরিয়ে দেয়া হলেও আবুল কাসেম বিধি অনুযায়ী অবসর সুবিধা পাবেন।
দুর্নীতি দমন কমিশনের সুপারিশে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গত ২২ সেপ্টেম্বর যুগ্ম-সচিব আবুল কাসেম এবং তিন সচিবের মুক্তিযোদ্ধার সনদ ও গেজেট বাতিল করে। অন্যরা হলেন- স্বাস্থ্য সচিব নিয়াজ উদ্দিন মিয়া, সরকারি কর্মকমিশনের (পিএসসি) সচিব একেএম আমির হোসেন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব কেএইচ মাসুদ সিদ্দিকী।