ভূমিকম্পে সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে ধস
প্রকাশিত হয়েছে : ১২:৪৪:৫৫,অপরাহ্ন ২৫ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক :: ভূমিকম্পে সুনামগঞ্জের করচার হাওরের ফসল রক্ষা বাঁধের একাংশের মাটি ধসে গেছে। এতে কৃষকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় সারাদেশের ন্যায় সুনামগঞ্জের ১১ উপজেলায় এ ভূমিকম্প অনুভূত হয়।
সুনামগঞ্জ স্থানীয় সরকার অধিদপ্তরের নির্বাহী প্রকৌলশী ইকবাল আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাঈদ আহমদকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি আরো জানান, করচার হাওরের বোরো ফসল রক্ষা এ বাঁধে রাবার ড্যাম প্রকল্পের কাজ চলছে। ভূমিকম্পে বাঁধের পশ্চিম পাশের মাটি ধসে গেলেও বাঁধের তেমন ক্ষতি হবে না। এছাড়া খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাঁধ মেরামতে কাজ শুরু হয়েছে বলে তিনি জানান।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাঈদ আহমদ জানান, এ বাঁধের ওপর সদর উপজেলা ও বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরের ৪ হাজার ৬০০ হেক্টর বোরো ফসল নির্ভরশীল।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম জানান, তাৎক্ষণিকভাবে জেলার কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।