ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান : তীব্রতা ৫.৮
প্রকাশিত হয়েছে : ৯:৩৭:০৬,অপরাহ্ন ২৭ ফেব্রুয়ারি ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক::
ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮। রাজধানী ইসলামাবাদ ছাড়াও রাওলপিণ্ডি, অ্যাবটাবাদ, হরিপুর, মালাকান্দ, মুজফফরবাদ, বাদ ও সংলগ্ন এলাকায় কম্পন অনুভূত হয়। ইসলামাবাদ থেকে ৯২ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ৩২ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্র৷প্রায় ৩ থেকে ৫ মিনিট স্থায়ী ছিল কম্পন।
আজ শুক্রবার সকালে কম্পন অনুভূত হওয়ার পরই আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ ঘর থেকে বেড়িয়ে পড়েন মানুষজন। যদিও শেষ পাওয়া খবর পর্যন্ত হতাহতের কোনও খবর নেই৷বিশেষ ক্ষয়ক্ষতির খবরও মেলেনি৷পাকিস্তান বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ দেশ। ২০০৫ সালে ভয়াবহ ভূমিকম্প হয় পাকিস্তানে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪। ভূমিকম্পের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়৷ মৃত্যু হয় প্রায় ৮০ হাজার মানুষের৷ ঘরছাড়া হন আরও কয়েক হাজার মানুষ।