ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান পরিচয়ে চাকরি: দুদকের মামলা
প্রকাশিত হয়েছে : ১১:৪৪:৫৮,অপরাহ্ন ১৫ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় দিয়ে সরকারি চাকরি নেয়ার অভিযোগে মনিরুজ্জামান নামে এক সহকারী রাজস্ব কর্মকর্তার (এআরও) বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার কমিশনের নিয়মিত সভায় এ প্রতারণা এবং জালিয়াতির মাধ্যমে সরকারি চাকরি নেয়ার সুনির্দিষ্ট অভিযোগে ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান মনিরুজ্জামানের বিরুদ্ধে দন্ড বিধির ৪২০/৪৬৮/৪৭১ ধারায় সংশ্লিষ্ট থানায় মামলার অনুমোদন দিয়েছেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধার বিশেষ কোটায় পিতার ভুয়া মুক্তিযোদ্ধা সনদ উপস্থাপন করে জাতীয় রাজস্ব বোর্ডেও সহকারী রাজস্ব কর্মকর্তার (এআরও) পদে চাকরি নিয়েছেন মনিরুজ্জামান।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আরো জানান, দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা ও উপ পরিচালক এসএম গোলাম মাওলা সিদ্দিকী বাদী হয়ে যে কোনো সময় রমনা মডেল থানায় মামলাটি করতে পারেন।
তিনি জানান, গত বছর ১৪ মে মনিরুজ্জামান ঢাকা কর অঞ্চল (পশ্চিমের) এর সহকারী রাজস্ব কর্মকর্তা (শুল্ক, আবগারি ও ভ্যাট) পদে যোগদান করেন। তার পিতার নাম আবদুল ছামাদ। গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপ জেলার তেবাড়ীয়ায় ।