ভিপি নুর শিক্ষার্থীদের সকল চাওয়া-পাওয়া পূরণ করবে: ছাত্রলীগ সভাপতি
প্রকাশিত হয়েছে : ৫:২৫:২৭,অপরাহ্ন ১২ মার্চ ২০১৯
নিউজ ডেস্ক:: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সদ্য নির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল চাওয়া-পাওয়া পূরণ করবে বলে জানিয়েছেন একই পদে নির্বাচন করে হেরে যাওয়া ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।
মঙ্গলবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যলয়ের টিএসসিতে গিয়ে ভিপি নুরুল হক নুরের সঙ্গে দেখা করেন ছাত্রলীগ সভাপতি। এরপর ছাত্রলীগের পক্ষ থেকে নুরকে অভিনন্দন জানিয়ে নতুন ভিপির সঙ্গে কোলাকুলি করেন শোভন। একই সঙ্গে তিনি নেতাকর্মীদেরকে ভোটের ফল মেনে নেওয়ার আহ্বান জানান।
এরপর উপস্থিত সমাবেত শিক্ষার্থীদের উদ্দেশ্যে শোভন বলেন, নুর আমার ছোট ভাই। সে ঐতিহাসিক ডাকসু নির্বাচনে বড় জয় পেয়েছে আমি তাকে ছাত্রলীগের পক্ষ থেকে অভিনন্দন জানাই। সে আমাদের সকল চাওয়া-পাওয়া পূরণ করবে।